মোঃ ইকরামুল হাসান জেলা প্রতিনিধি মাগুরা
বাংলাদেশ সেনাবাহিনীর এক চৌকট টিমের অভিযানে গ্রেফতার হয়েছে মাগুরার মনিরুল ইসলাম মনির। সোমবার ৯ জুন দুপুরে নড়াইল সদর হাসপাতালে পরিচালিত এই যৌথ অভিযানটি সেনা ও পুলিশ বাহিনীর একত্রিত প্রচেষ্টায় সফল হয়। এ সময় তার সহযোগী আরও চার জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানটি পরিচালিত হয় দুপুর ১২টা থেকে বিকেল ৩টা ৫০ মিনিট পর্যন্ত, নড়াইল সদর হাসপাতাল এলাকায়। দীর্ঘদিন ধরেই মনির মাগুরা ও আশপাশের জেলায় নানা ধরনের ডাকাতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও ভীতি প্রদর্শনের মতো অপরাধে জড়িত ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
গ্রেফতারকৃতরা হলো মনিরুল ইসলাম (মনির), পিতা: নুরুল ইসলাম মাস্টার, গ্রাম: শিকদারপাড়া, বেরইল, মাগুরা সদর।
বিল্লাল হোসেন, পিতা: আব্দুর রশিদ, গ্রাম: বাটাজোর, মাগুরা। তোকু ভূঁইয়া, পিতা: নুরুল মোল্লা, মাগুরা।
রিপন মাহমুদ, পিতা: খায়রুল ইসলাম, মণিরামপুর, বেরইল, মাগুরা।
শাহারিয়া, পিতা: কিবরিয়া মোল্লা একই এলাকা থেকে গ্রেফতার।
অভিযানের সময় তাদের কাছ থেকে একটি দেশীয় ধারালো ছুরি উদ্ধার করা হয়, যেটি ডাকাতির কাজে ব্যবহৃত হতো বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গোয়েন্দা সূত্রে আরও জানা গেছে, চক্রের আরও এক সদস্য নড়াইল সদর হাসপাতালে ভুয়া পরিচয়ে ভর্তি ছিল। তাকে ঘিরে তদন্ত চলছে, তার বিরুদ্ধেও মাগুরা থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত সবাই নড়াইল থানা পুলিশের হেফাজতে থেকে মাগুরা থানা পুলিশের হেফাজতে দিয়েছে।
সেনাবাহিনীর এই সফল অভিযান এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এবং স্থানীয়রা সেনা-পুলিশ বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একইসঙ্গে গোয়েন্দা সংস্থাগুলো পুরো এলাকা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং চক্রের পলাতক সদস্যদের ধরতে তৎপর রয়েছে।