অন্যান্য

নড়াইলে ৭ লাখ টাকা চাঁদা দিতে অস্বীকৃতি,প্রকাশ্যে স্টুডিও মালিককে কুপিয়ে জখম

  প্রতিনিধি 11 August 2025 , 1:06:59 প্রিন্ট সংস্করণ

নড়াইলে ৭ লাখ টাকা চাঁদা দিতে অস্বীকৃতি,প্রকাশ্যে স্টুডিও মালিককে কুপিয়ে জখম
❒ চাঁদাবাজ ইয়াছিন-এরশাদ-ঝন্টু সাহা ও একরাম নামের চারজনের নাম প্রকাশ


নড়াইলের নড়াগাতি থানার মহাজন বাজারে চাঁদা না দেওয়ায় শংকর কুমার দাস (৫৬) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

রোববার (১০ আগস্ট) দুপুরে মহাজন বাজারে এ ঘটনা ঘটে।

আহত শংকর কুমার দাস মহাজন এলাকার প্রথমনাথ দাসের ছেলে এবং দীর্ঘদিন ধরে ‘শাপলা স্টুডিও’ নামে একটি ফটোস্টুডিও পরিচালনা করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় প্রভাব বিস্তারকারী ইয়াছিন মোল্লা, এরশাদ শেখ, ঝন্টু সাহা ও একরাম নামের চারজন শংকর কুমার দাসের কাছে ৭ লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়।

এ সময় তাকে বাঁচাতে এগিয়ে গেলে ভাতিজা আকাশ দাস ও অনিতস দাসকেও পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শংকরকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশিকুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে এখনও কোনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ