রাশেদ রাসু,
নড়াইল জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৫ শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। সম্মেলনে সভাপতি পদে জাহাঙ্গীর বিশ্বাস, সাধারণ সম্পাদক পদে মো. মনিরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক পদে খন্দকার ইজাজুল হাসান বাবু, এ্যাডভোকেট মাহাবুব মোরশেদ জাপল ও টিপু সুলতান নির্বাচিত হয়েছেন।
দীর্ঘ ২৪ বছর পর আজ রবিবার সকালে নড়াইল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি মোজাহিদুর রহমান পলাশের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বক্তব্য রাখেন। সম্মেলনের শুভ উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমান। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি মো. জুলফিকার আলী মন্ডল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আলী, নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান আলেক, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, কালিয়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, নড়াগাতি থানা বিএনপির সভাপতি মো. মতিয়ার রহমান প্রমুখ।
সম্মলেন শেষে দ্বিতীয় ধাপে দুপুর ২ টা থেকে জেলা শিল্পকলা একাডেমিতে শুরু হয় জেলা কমিটি নেতৃত্ব নির্বাচনের ভোট গ্রহণ। মোট ৭টি ইউনিটের ৭০৭ জন ভোটার ব্যালটে ভোট দিয়ে নেতা নির্বাচন করেন।
ভোট গ্রহণ শেষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী, চেয়ার মার্কা নিয়ে ৪৫৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর বিশ্বাস। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জুলফিকার আলী মন্ডল মোটরসাইকেল প্রতিকে ২৩৮ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে মনিরুল ইসলাম দেওয়াল ঘড়ি মার্কা নিয়ে ৪২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহরিয়ার রিজভী জর্জ আনারস মার্কা নিয়ে ২৩৮ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে ইজাজুল ইসলাম বাবু মাছ প্রতিক নিয়ে ২৯৭ ভোট, এ্যাডভোকেট মাহাবুব মোরশেদ জাপল তালা প্রতিকে ২৩৮ ভোট এবং টিপু সুলতান গোলাপ ফুল প্রতিক নিয়ে ১২৪ ভোট পেয়েছেন। এদিকে সন্ধ্যার আগে ফলাফল ঘোষণার পর পরই নেতা-কর্মী ও সমর্থকরা বিজয়ী নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে শহরে খন্ড খন্ড মিছিল বের করে।