অন্যান্য

নতুন ক্যাম্পাস ঘুরার জন্য সিএসই বিভাগের চেয়ারম্যানের সুপারিশে বাস দিলো কুবির পরিবহন পুল

  প্রতিনিধি 4 July 2025 , 5:11:19 প্রিন্ট সংস্করণ

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সিএসই বিভাগের ২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদেরকে ঘুরার একটি নীল বাস দেয়া হয়। অন্য কোনো বিভাগকে এভাবে কখনো বাস না দেয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছে সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বর্ধিত অংশে শিক্ষার্থীদের কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) নতুন ক্যাম্পাসে ঘুরতে যাওয়ার জন্য একটি বাসের অনুমোদন পরিবহন পুলের।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সূত্রে জানা যায়, সিএসই বিভাগের নবীন শিক্ষার্থীদের ঘুরতে যাওয়ার জন্য বিভাগের চেয়ারম্যান পরিবহন পুলকে সুপারিশ করেন। তার প্রেক্ষিতেই পরিবহন পুল একটি বাসের অনুমোদন দেন।

খোঁজ নিয়ে জানা যায়, গত এপ্রিল মাসে আইন বিভাগের শিক্ষার্থী মারা গেলে উনার জানাজা পড়তে যাওয়ার জন্য একটি বাস চাওয়া হয়। কিন্তু পরিবহন পুল সেদিন একটি বাসও তাদেরকে দেননি। এছাড়াও, গত ২৪ জুন নৃ-বিজ্ঞান বিভাগের একাডেমিক ফিল্ড ওয়ার্কের জন্য বাস চাওয়া হলে,তাদের বাস না দিয়ে ভিন্ন অজুহাত দেখায় পরিবহন পুল।

পরিবহন পুলের সহকারী রেজিস্ট্রার মো. মোসারফ হোসেন ভুইয়া বলেন, ‘সিএসই বিভাগের চেয়ারম্যান আমাকে রেজ্যুলিউশন লেটার পাঠিয়েছে, তখন আমি বাসের অনুমোদন দেই। কুমিল্লা অঞ্চলের মধ্যে যদি বাসের শিডিউল থাকে তাহলে আমরা বাস দিয়ে থাকি।’

তবে রেজিস্ট্রার অধ্যাপক ড. আনোয়ার হোসেন (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) বলেন ভিন্ন কথা। তিনি জানান, ‘কোনো বিভাগকে বাস দেয়ার ব্যাপারে আমি কিছুই জানিনা। তবে ঘুরতে যাওয়ার জন্য কোনো বিভাগের শিক্ষার্থীদেরকে এভাবে বাস দেয়া যায় না।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ