স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার মাদারগঞ্জের পূর্ব দিকে মহাসিনের চর নদীতে বিলীন হয়ে যাচ্ছে।
অপর দিকে কৃষকের তলিয়ে যাওয়া ফসল নিয়ে দিশেহারা হয়ে পড়েছে ভুক্তভোগী পরিবারগুলো।
সরেজমিনে দেখা যায়, বর্ষা শুরুর আগেই গঙ্গাধর নদীর ভাঙনে বিলীন হচ্ছে কচাকাটা থানার বল্লভের খাস ইউনিয়নের মাদারগঞ্জ বাজারের পূর্ব পাশের চড়,বালার হাট,কন্যামতি, এবং মহাসিনের চর এলাকাসহ বেশ কিছু এলাকা।
গত কয়েক দিনে এসব এলাকায় নদী গর্ভে বিলীন হয়েছে শতাধিক বাড়ি ঘর, আবাদি জমিসহ গাছপালা। ভাঙ্গনে হুমকির মুখে পড়েছে রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদরাসাসহ বিভিন্ন স্থাপনা।
এসব ভাঙন থেকে নদীর পাড় রক্ষা করা গেলে মানুষের সম্পদের ক্ষতি যেমন কমবে, তেমনি সরকারি ও বেসরকারি স্থাপনাও রক্ষা পাবে। এমন কাথাই বলছেন, নদী পাড়ের মানুষজন।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী থেকে কোন প্রকার পদক্ষেপ নেওয়া হয়নি।