প্রতিনিধি 13 May 2025 , 9:51:32 প্রিন্ট সংস্করণ
সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর মহিপুরে বড়ইতলা নদীতে ভেসে এসেছে অজ্ঞাত ব্যক্তির মরদেহ। মঙ্গলবার (১৩ মে) স্থানীয়রা সকাল ৯টার দিকে লাশটি নদীতে ভাসতে দেখতে পান।
স্থানীয়দের জানান, লাশটি খাপড়াভাঙ্গা নদী থেকে কাটা ভাড়ানি খাল হয়ে বড়ইতলা নদীতে এসেছে। লাশের বিভিন্ন জায়গায় পচন ধরেছে এবং আশপাশে গন্ধ ছড়াচ্ছে।।
স্থানীয় বাসিন্দারা বলেন, সকালে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়ে দেখি বড়ইতলা নদীর তীরে মানুষের ভিড়, কাছে গিয়ে দেখি একটি লাশ ভেসে আসছে। লাশটি খালি গায়ে রয়েছে, তার পরনে একটি কালো প্যান্ট আছে।
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি বড়ইতলা নদীতে একটি লাশ ভেসে এসেছে। লাশটি উদ্ধারে মহিপুর থানা ও নৌপুলিশের সমন্বয়ে একটি টিম কাজ করছে। উদ্ধারের প্রক্রিয়া চলমান রয়েছে।