অন্যান্য

নদী থেকে বালু উত্তোলন, প্রশাসনের অভিযানে পালালো ব্যবসায়ীরা”

  প্রতিনিধি 21 December 2024 , 3:45:01 প্রিন্ট সংস্করণ

 

রাজ রোস্তম আলী স্টাফ রিপোর্টার (ঢাকা) :

 

ঢাকা ২১ ডিসেম্বর

নদী থেকে বালু উত্তোলন, প্রশাসনের অভিযানে পালালো ব্যবসায়ীরা

ধলেশ্বরী নদীর শাখা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় প্রশাসনের অভিযান।

ঢাকার ধামরাইয়ে ধলেশ্বরী নদীর শাখা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে দুটি ড্রেজার মেশিন জব্দ ও বিপুল পরিমাণ পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এসময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু ব্যবসায়ীরা গা ঢাকা দেয় এবং ড্রেজার মেশিনে থাকা লোকজন নদীতে লাফিয়ে পালিয়ে যায়।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার রোয়াইল ইউনিয়নের সঙ্গুর বাজারের দক্ষিণ পাশে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামনুন আহমেদ অনীক।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামনুন আহমেদ অনীক জানান, অবৈধ বালু উত্তোলনের সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে দুটি ড্রেজার মেশিন জব্দ ও পাইপ ধ্বংস করা হয়েছে। এ পর্যন্ত উপজেলার একাধিক স্থানে অভিযান পরিচালনা করে দুটি মামলায় ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

 

এছাড়া তিনটি ড্রেজার ও পাঁচটি এক্সকেভেটর জব্দ করা হয়েছে। অবৈধভাবে নদী ও কৃষি জমির থেকে মাটি কাটার বিরুদ্ধে তাদের এ মোবাইল কোর্ট চলমান থাকবে বলেও জানান ইউএনও।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ