মোঃ সফিকুল ইসলাম
আজ শনিবার কচাকাটা থানার চর উন্নয়ন কমিটির উদ্যোগে নারায়ণপুর ইউনিয়নের চোদ্দঘুড়ি এলাকায় ভয়াবহ নদী ভাঙন রোধের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে এলাকার সাধারণ মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, প্রতিবছর নদী ভাঙনের ফলে শত শত পরিবার গৃহহীন হয়ে পড়ছে, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ-মাদরাসাসহ নানা স্থাপনা নদীগর্ভে বিলীন হচ্ছে।
দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে আগামী দিনে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে।
তারা অবিলম্বে নদী ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণসহ জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।