প্রতিনিধি 29 May 2025 , 10:05:35 প্রিন্ট সংস্করণ
এস, এম পারভেজ তালুকদার।
চলনবিল অধ্যুষিত নাটোরের গুরুদাসপুরের বুকচিরে বয়ে গেছে নন্দকুঁজা নদী। নদীতে ময়লা আবর্জনা ফেলে ও নদীর পার দখল করে নির্মান হয়েছে বিভিন্ন স্থাপনা। হারিয়ে যেতে বসেছে নদী। নন্দকুঁজা নদী দখল ও দুষন বন্ধের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসীসহ সর্বস্তরের জনসাধারণ।
বৃহস্পতিবার (২৯ মে) সকাল ১০ টায় উপজেলার চাঁচকৈড় গরু হাটা নন্দকুঁজা নদীর পার ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নদী রক্ষা আন্দোলন কমিটির সাধারন সম্পাদক মজিবুর রহমান মজনু, এ্যাডভোকেট রাশিদুল ইসলাম, ডা. মোহাম্মাদ আলী, গুরুদাসপুর উপজেলার মানবাধিকার কমিটিরি সদস্য রাকিবুর রহমান রাজা, সাংবদিক আলী আককাছ, শিক্ষক ইমাম হাসান পিন্টু বক্তব্য রাখেন।
এছাড়া আরোও উপস্থিত ছিলেন গুরুদাসপুর যুব বন্ধু সংগঠন স্বেচ্ছায় রক্তদান প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ¦ মো. রুবেল আলী, কে এম রাকিবুল ইসলাম কাজীসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।