অন্যান্য

নবাবগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায় বৈচিত্য আনার উদ্যোগ

  প্রতিনিধি 1 September 2025 , 2:36:47 প্রিন্ট সংস্করণ

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ইসলামিক রিলিফ-কানাডার অর্থায়নে এবং ইসলামিক রিলিফ বাংলাদেশের বাস্তবায়নে পরিচালিত (সার্পোট) প্রকল্পের আওতায় বসতবাড়ীতে জলবায়ু সহনশীল সমন্বিত মডেল খামার কার্যক্রম চলছে। এরই ধারাবাহিকতায় (৩১ আগস্ট রবিবার ২০২৫) নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নের শেরনগর উত্তরপাড়া স্বনির্ভর দলের উদ্যোগে মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান। তিনি ইসলামিক রিলিফ বাংলাদেশকে সময়োপযোগী এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, বর্তমানে সারা বিশ্ব তাপমাত্রা বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন। এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে প্রান্তিক জনগোষ্ঠীর ওপর।

বসতবাড়ীতে জলবায়ু সহনশীল সমন্বিত মডেল খামার একটি সময়োপযোগী পদক্ষেপ, যা ঝুঁকিপূর্ণ পরিবারের জন্য বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি করবে। তিনি প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীল নানা কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এর মধ্যে রয়েছে দক্ষিণমুখী ও উঁচু ঘর নির্মাণ, বাতাস চলাচল ও আলো প্রবেশের সুবিধা নিশ্চিত করা, অতিরিক্ত তাপমাত্রা মোকাবিলায় ছাদের ওপর ভিজানো কাপড় ব্যবহার, প্রাণিসম্পদকে অতিরিক্ত পানি খাওয়ানো ও নিয়মিত টিকাদান, গবাদিপশুর জন্য সাইলেজ তৈরি, ছাগলের জন্য মাচা নির্মাণ, এছাড়া তিনি সবজি চাষ, মাছ চাষ ও কেঁচো সার তৈরির গুরুত্বও তুলে ধরেন।

অনুষ্ঠানে মডেল খামারের বাস্তবায়নকারী অধিকারধারী মোসা: আইভি বেগম তার খামার ব্যবস্থাপনার সাফল্য তুলে ধরেন এবং উপস্থিতদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পরে প্রধান অতিথি ও সেল্ফ হেল্প গ্রুপের প্রায় ৫০ জন সদস্য মডেল খামার ঘুরে দেখেন। অনুষ্ঠানে ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ