অন্যান্য

নবীজির শানে কটুক্তির প্রতিবাদে করিমগঞ্জে বিক্ষোভ-সমাবেশ

  প্রতিনিধি 30 September 2024 , 5:16:46 প্রিন্ট সংস্করণ

নিজাম উদ্দীন

ভারতে পুরোহিত রামগীরী ও বিধায়ক রানে কর্তৃক নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২ টায়, কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার
করিমগঞ্জ ছোবানিয়া কামিল মাদরাসা থেকে মিছিল টি শুরু হয়ে করিমগঞ্জ মডেল মসজিদে গিয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মো. ফারুক মিয়ার সভাপতিত্বে এতে আশপাশের স্কুল – মাদরাসার শতাধিক ছাত্র, সাধারণ মানুষ ও স্থানীয়রা অংশ নেন। সমাবেশে বক্তারা বলেন ভারতের পুরোহিত রামগীরী ও বিধায়ক রানে কর্তৃক নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার তীব্র প্রতিবাদ জানান। তারা অবিলম্বে এই দুই কটুক্তিকারীর সর্বোচ্চ বিচার দাবি করেন। এ ছাড়াও দেশের অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্রীয়ভাবে পুরোহিত রামগীরী ও বিধায়ক রানেকে দ্রুত বিচারের আওতায় আনতে ভারত সরকারকে চাপ দেয়ার আহ্বান জানান।
এ ছাড়াও ভারত থেকে পণ্য আমদানির ক্ষেত্রে দেশীয় উৎপাদনের সাথে সামঞ্জস্য রেখে পণ্য আমদানি করা যেন এদেশের উৎপাদনকারীরা ক্ষতিগ্রস্ত না হয়। এবং পণ্য রপ্তানির ক্ষেত্রে দেশের মানুষের চাহিদা পূরণ করে এরপরে রপ্তানি করা। যেন এদেশের উৎপাদনকারীরা ক্ষতিগ্রস্ত না হয়।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ