কুষ্টিয়ায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির’র উদ্যোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের চান্সপ্রাপ্ত নবীন শিক্ষার্থীদের নিয়ে ‘নবীন বরণ’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় কুষ্টিয়ার শিল্পকলা একাডেমিতে এই অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।
অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মুহাম্মদ আবু মুসার সভাপতিত্বে ও সেক্রেটারি মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবি শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট ও বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া-যশোর শাখার টিম সদস্য ও কুষ্টিয়া জেলার সাবেক আমির অধ্যক্ষ এ কে এম আলী মহসিন এবং কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক ও ইবি অঞ্চলের তত্ত্বাবধায়ক সুহাইল। এছাড়া উপস্থিত ছিলেন কুষ্টিয়া শহর শাখার সভাপতি সেলিম রেজা।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়। উপস্থিত নবীনদের মাঝে উপহার হিসেবে ইসলামী ছাত্রশিবিরের নাম লেখা চাবির রিং, কলম, টেবিল ক্যালেন্ডার, সংক্ষিপ্ত পরিচিতি এবং কিছু বই দেওয়া হয়।
প্রধান অতিথি মঞ্জুরুল ইসলাম তার বক্তব্যে বলেন, “আমরা ফ্যাসিস্ট সরকার থেকে রক্ষা পেয়েছি। দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সৎ ও দক্ষ শিক্ষার্থী তৈরিতে এবং অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে ইসলামী ছাত্রশিবিরের কার্যক্রম অব্যাহত থাকবে।