প্রতিনিধি 28 March 2025 , 5:11:56 প্রিন্ট সংস্করণ
হালুয়াঘাট উপজেলায় প্রতিদিন অসংখ্য ড্রাম ট্রাক রাতে দিনে চলাচল করে। ইট ভাটায় মাটি সরবরাহ ছাড়াও বিভিন্ন বালু ও ইট সরবরাহ কাজে নিয়োজিত থাকা ট্রাক যার অধিকাংশে নেই কোন নম্বর প্লেট।
এই সব ড্রাম ট্রাকের অধিকাংশ চালক অপ্রাপ্ত তরুণ ছেলে। তাদের নেই কোনো ড্রাইভিং লাইন্সেস।
তারা রাস্তা কাঁপিয়ে তীব্র গতিতে ছুটে চলা ড্রাম ট্রাক গুলো ছোট ছোট গাড়িকে তোয়াক্কা না করেই রাস্তা কাঁপিয়ে বেড়াচ্ছে।
দুইটি ড্রাম ট্রাক এক সাথে চলাচল করলে তাদের মধ্যে দেখা যায় আগে যাওয়ার প্রতিযোগীতা। তাছাড়া এই সব ড্রাম ট্রাকের কারণে ছোট ছোট দূর্ঘটনা হর হামেশ ঘটেই চলেছে।
পত্রিকার পাতা খুললেই দেখা যায়, এইসব ড্রাম ট্রাকের কারণে বড় বড় দুর্ঘটনার খবর। যার পেছনের রয়েছে অপ্রাপ্ত চালক দ্বারা চালিত এই সব যানবাহন।
এই বিষয়ে একজন ড্রাম ট্রাকের মালিকের সাথে কথা বললে উনি জানান, ড্রাম ট্রাকের কোনো নম্বর প্লেট লাগে না। এভাবেই চলানো যায়।
এই বিষয়ে সচেতন মহলের প্রশ্ন, “এই সব ট্রাকগুলো দুর্ঘটনা ঘটালে গাড়ির কি দেখে শনাক্ত করবে”
চালক পক্ষের মধ্য থেকে আরেক জন বলে উঠলো- সড়ক দুর্ঘটনায় মামলা হলে ৫ হাজার টাকা দিয়েই শেষ করে দেই।