প্রতিনিধি 21 August 2025 , 8:48:12 প্রিন্ট সংস্করণ
নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে অব্যাহতি পাওয়া নেতা কাউসারের সঞ্চালনায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী,সমালোচনার ঝড়
নরসিংদীর পলাশে প্রবাসীর বাড়িতে দিনদুপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দলীয় কার্যক্রম থেকে অব্যাহতি পাওয়া সমালোচিত স্বেচ্ছাসেবক দল নেতা কাউছার আহমেদ ভূঁইয়া ফের আলোচনায়। অব্যাহতির মাত্র তিন মাস যেতে না যেতেই তার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকালে পলাশ উপজেলা বাসস্ট্যান্ড চত্বরে এ অনুষ্ঠান আয়োজন করে পলাশ থানা ও ঘোড়াশাল পৌরসভা স্বেচ্ছাসেবক দল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলাশ থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এডভোকেট এম এ বাছেদ এবং সঞ্চালনা করেন সম্প্রতি অব্যাহতি পাওয়া সাধারণ সম্পাদক কাউছার আহমেদ ভূঁইয়া।
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সমালোচনার ঝড় বইছে। অনেকে প্রশ্ন তুলেছেন—“স্বেচ্ছাসেবক দল নেতা কাউছারকে এ কেমন অব্যাহতি দিয়েছে উপজেলা বিএনপি?”। এতে একদিকে যেমন দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, অন্যদিকে প্রকৃত অপরাধীর অপরাধকেও উসকে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন তারা।
এ বিষয়ে জানতে চাইলে পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার বলেন, “বিষয়টি আমার একার সিদ্ধান্ত না। দলের কারো কোনো আপত্তি না থাকায় কাউছার দলীয় কার্যক্রমে অংশ নিচ্ছে।”
উল্লেখ্য, গত ২৫ মে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের মালিতা গ্রামে প্রবাসী আরজু ভূইয়ার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে স্বেচ্ছাসেবক দল নেতা কাউছার ভূইয়ার বিরুদ্ধে। এ ঘটনায় তার নেতৃত্বে আরও কয়েকজনকে আসামি করে ভুক্তভোগী পরিবার পলাশ থানায় মামলা দায়ের করে। মামলায় নাম উল্লেখিতরা বর্তমানে জামিনে রয়েছেন।
ঘটনার পর দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশ হলে ব্যাপক সমালোচনার মুখে পড়ে পলাশ উপজেলা বিএনপি। এরপর বিষয়টি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সাবেক সংসদ সদস্য ড. আব্দুল মঈন খানের নজরে আসলে তার নির্দেশে ২৮ মে রাতে কাউছার ভূইয়াকে দলীয় সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়।
তবে সেই ‘অব্যাহতি প্রাপ্ত’ নেতা আবারও দলীয় কর্মসূচির মূল সঞ্চালকের ভূমিকায় থাকায় রাজনৈতিক অঙ্গনে চলছে তীব্র সমালোচনা।