প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৪, ২০২৫, ১:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৩, ২০২৫, ৯:২৪ এ.এম
নরসিংদী’র ছেলে ইমরান ডাকসুতে আন্তর্জাতিক সম্পাদক পদে

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন (স্টাফ রিপোর্টার):
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন নরসিংদীর পলাশ উপজেলার ইমরান মিয়া (সাদমান)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র।
ইমরান বলেন, “ডাকসুর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদ শুধু একটি পদ নয়, বরং শিক্ষার্থীদের বিশ্বদরবারে তুলে ধরার সোপান। আমরা যদি বৈশ্বিক চিন্তাভাবনায় সমৃদ্ধ না হই, তবে প্রতিযোগিতামূলক পৃথিবীতে পিছিয়ে পড়ব।”
ইমরানের ইশতেহারের মূল পয়েন্টসমূহ:
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক বিনিময় কর্মসূচি ও স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রাম চালু করা।
- শিক্ষার্থীদের বিদেশে স্কলারশিপ ও ফেলোশিপের সুযোগ নিশ্চিত করতে তথ্যকেন্দ্র গড়ে তোলা।
- বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে সাংস্কৃতিক ও একাডেমিক সম্পর্ক জোরদার করা।
- বিশ্ববিদ্যালয় পর্যায়ে আন্তর্জাতিক সেমিনার ও কনফারেন্স আয়োজন।
- শিক্ষার্থীদের হাতে গ্লোবাল ভিশন ও দক্ষতা তুলে দেওয়া, যাতে তারা বিশ্বমঞ্চে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে পারে।
ইমরান বিশ্বাস করেন, একজন ছাত্রনেতার দায়িত্ব শুধু রাজনীতির ভেতর সীমাবদ্ধ নয়; বরং শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধার পথ তৈরি করাই বড় চ্যালেঞ্জ।
এবারের ডাকসু নির্বাচনে মোট ৫০৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন, এর মধ্যে যাচাই শেষে ৪৬২ জন বৈধ প্রার্থী হিসেবে তালিকাভুক্ত হন। সেই বৈধ প্রার্থীদের মধ্যেই রয়েছেন পলাশের সন্তান ইমরান মিয়া।
Copyright © 2025 cetonaibangladesh.news. All rights reserved.