অন্যান্য

নরসিংদী রেলওয়ে স্টেশনের সকল অবৈধ দোকানপাট নিঃসরণ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।

  প্রতিনিধি 23 September 2024 , 11:28:13 প্রিন্ট সংস্করণ

নরসিংদী রেলওয়ে স্টেশন

নরসিংদী রেলওয়ে স্টেশন

প্রতিনিধিঃ মো: বিশাল ভূইয়া

 

নরসিংদী রেলওয়ে স্টেশন এলাকায় অবৈধ দোকানপাট উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছে নরসিংদী জেলা প্রশাসন এবং রেলওয়ে কর্তৃপক্ষ। স্টেশনের চারপাশে গড়ে ওঠা অসংখ্য অবৈধ দোকানপাট, স্টল এবং অন্যান্য স্থাপনা যেগুলো যাত্রী ও পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি করছিল, সেগুলো সরিয়ে ফেলা হচ্ছে।

 

উচ্ছেদ কার্যক্রমের উদ্দেশ্য হলো যাত্রীদের নিরাপদ চলাচল নিশ্চিত করা, স্টেশনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং রেলওয়ে এলাকায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। দীর্ঘদিন ধরে এই অবৈধ দোকানগুলো রেলওয়ে স্টেশনের জায়গা দখল করে ব্যবসা চালিয়ে আসছিল, যা জনসাধারণের জন্য অসুবিধার কারণ ছিল। কর্তৃপক্ষ ইতোমধ্যে স্থানীয় দোকানদারদের নোটিশ প্রদান করেছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে।

 

উচ্ছেদ অভিযানের পর রেলওয়ে এলাকাকে অবৈধ দখলদারমুক্ত করার পাশাপাশি যাত্রীদের জন্য উন্নত মানের সেবা প্রদানের পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন এই উদ্যোগের মাধ্যমে স্টেশনের সৌন্দর্য এবং নিরাপত্তা বৃদ্ধি করবে বলে আশাবাদী।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ