নর্দান ইউনিভার্সিটি অফ বিজনেস এন্ড টেকনোলজি খুলনা (এনইউবিটিকে) ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের রোবটিক্স সেমিনার ও চকারবোট প্রতিযোগিতা-২০২৪
নর্দান ইউনিভার্সিটি অফ বিজনেস এন্ড টেকনোলজি খুলনার ইইই ডিপার্টমেন্টের আয়োজনে ২রা নভেম্বর (শনিবার) বেলা ২:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শিববাড়িস্থ অস্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে ছয়টি ভাগ হয়ে শিক্ষার্থীদের মধ্যে চকারবোট প্রতিযোগিতা হয়।
চকারবোট প্রতিযোগি শিক্ষার্থীদের মধ্যে জিহাদ মোল্লা বলেন, রোবটিকস প্রতিযোগিতার মাধ্যমে আমাদের একটা নতুন দিক উন্মোচন হয়েছে।
“আমরা নিজেদের প্রাতিষ্ঠানিক দক্ষতা কাজে লাগিয়ে রোবট তৈরি করে, আজকে এই চকারবোট প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি।”
আমাদের চকারবোট প্রতিযোগিতায় যে সব রোবট অংশগ্রহণ করছে, অবজেক্ট ডিটেকশন রোবট, হ্যান্ডস আর্ম রোবট, লাইন ফ্লোওয়ার রোবট।
চকারবোট প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন, সাবেক প্রো-ভিসি এটিএম জহির উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন ইইই বিভাগের প্রধান সোহেল রানা সহ বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক প্রো-ভিসি এটিএম জহির উদ্দিন বলেন, “শিক্ষার্থীদের এই ধরণের প্রতিযোগিতার মাধ্যমে তাদের মেধা বিকাশিত হচ্ছে এবং প্রযুক্তি বিষয়ে জ্ঞান বৃদ্ধি পাচ্ছে বলে তিনি ধারণা করেন।”
তিনি আরো বলেন, “ইইই বিভাগের শিক্ষার্থীদের নতুন প্রযুক্তি উন্মোচনের মাধ্যমে কারিগরি শিক্ষা ও দক্ষতা বৃদ্ধি পাচ্ছে কর্মজীবনে আরো নিজেদের সাফল্যের স্বাক্ষর রাখবে বলে তিনি আশা রাখেন।”