নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা (এনইউবিটিকে) সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের (জেএমসি) আয়োজনে দিনব্যাপী পালিত হয়েছে জেএমসি দিবস-২০২৪
৯ নভেম্বর (শনিবার) জেএমসি দিবস উদযাপন উপলক্ষে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস ছিল শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত। সকাল ৮টা থেকে আনুষ্ঠানিক প্রোগ্রাম শুরু হয়, “বিস্কুট, হাঁড়িভাঙ্গা, মারবেল ও বালিশ খেলার মাধ্যমে।” বেলা ১২ থেকে ১:৩০ পযন্ত বিভাগের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এবং বিকালে ২০২৪ বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, এনইউবিটি খুলনার রেজিস্ট্রার ড. মো. শাহ আলম। বিশেষ অতিথি ছিলেন জেএমসি বিভাগীয় প্রধান
মুস্তাফিজুর রহমান রনি, সভাপতিত্ব করেন জেএমসি বিভাগের শিক্ষক প্রভাষক মতিউর রহমান সহ উপস্থিত ছিলেন বিভাগের অন্যান্য শিক্ষক ও সাবেক বর্তমান শিক্ষার্থীরা।
পুরস্কার বিতরণ শেষে ড. মো. শাহ আলম বলেন, ২০১৯ সালের আজকের এই দিনে বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগের যাত্রা শুরু হয়। অল্প দিনে বিভাগের সাফল্য অনেক। “সাংবাদিকতায় পড়াশোনা করে ইতিমধ্যে কয়েকজন শিক্ষার্থী দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানে চাকরিরত আছেন। অনেকে উচ্চ শিক্ষার জন্য দেশের বাইরে অবস্থান করছেন।” তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলে, “পুঁথিগত বিদ্যার পাশাপাশি কারিগরি শিক্ষা কখনো শিক্ষার্থীর বেকার রাখেনা। তোমরা দেশ ও জাতী গঠনে অনন্য ভূমিকা রাখবে।”
এর আগে গত ২৯ অক্টোবর (মঙ্গলবার) প্রথম আনুষ্ঠানিকতার মাধ্যমে (এনইউবিটিকে) শিববাড়িস্থ অস্থায়ী ক্যাম্পাসে ইনডোর গেমস অনুষ্ঠিত হয় এবং পরবর্তী ৩০-৩১ তারিখে আউটডোর ক্রিকেট, ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছিল এবং তারপর আজকে অবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হলো বাৎসরিক পালিত হওয়া সাংবাদিকতা ও গণযোগাযোগ (জেএমসি) দিবস।