অন্যান্য

নলছিটিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

  প্রতিনিধি 10 December 2024 , 6:06:18 প্রিন্ট সংস্করণ

লী তাইফুর রহমান তূর্য

”নারী- কন্যার সুরক্ষা করি,সহিংসতা মূলক বিশ্ব গড়ি”এ প্রতিপাদ্য বিষয়ের ওপর নানা আয়োজনে ঝালকাঠির নলছিটিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ -২০২৪- পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থা নলছিটির আয়োজনে সোমবার( ৯ ডিসেম্বর ) সকাল ১০টায় নলছিটি উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য রেলী বের হয়ে শহরের গুরুপ্তপূর্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়ে।এতে অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম, তার সহধর্মিণী ও নলছিটি লেডিস ক্লাবের সভাপতি ফারহানা খান মিথিলা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছরীন আক্তার সহ সরকারি কর্মকর্তা-কর্মচারি, নারী নেত্রী,সাংবাদিক শিক্ষার্থী, এনজিও কর্মীসহ নানা শ্রেনী পেশার মানুষ অংশ নেন। পরে ” জয়িতা অন্বেষণে বাংলাদেশ”শীর্ষক কার্যক্রমের আওতায় শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান উপলক্ষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম।বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিণী ও নলছিটি লেডিস্ ক্লাবের সভাপতি ফারহানা খান মিথিলা।নলছিটি থানার ওসি মো. আব্দুস সালাম। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছরীন আক্তার এর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলায় চাকুরীর ক্ষেত্রে শ্রেষ্ট জয়িতা তাসলিমা বেগম,সফল জননী মনোয়ারা বেগম ও অর্থনীতিতে স্বাবলম্বী নাসরিন সুলতানা লাইলা প্রমুখ।অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ওবায়দুল রহমান। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ