অন্যান্য

নলছিটিতে ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতিসহ গ্রেফতার -২

  প্রতিনিধি 7 October 2024 , 10:26:06 প্রিন্ট সংস্করণ

বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি (ঝালকাঠি) 

 

ঝালকাঠির নলছিটিতে স্বেচ্ছাসেবক লীগের সভাপতিসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে( ৬অক্টোবর) যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে নলছিটি ও ঝালকাঠি সদর থানা পুলিশ।

 

গ্রেফতাররা হলেন, উপজেলার মোল্লারহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. বশির হাওলাদার ও

 

উপজেলা যুবলীগের সদস্য ( নলছিটি শহরের ব্যবসায়ী )মো.আবুল কালাম। পুলিশ সূত্রে জানা গেছে,গত ১৫ আগস্ট ঝালকাঠি সদর থানায় বিস্ফোরক আইনে একটি মামলা(মামলা নম্বর-০৪)দায়ের হয়। গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বশির হাওলাদার ওই মামলার আসামি। এবং আবুল কালাম বরিশাল আদালতে(কোতোয়ালি থানার) দায়ের হওয়া একটি চেকের মামলার(সি আর ১৭৫১/২৩, )ওয়ারেন্টভুক্ত আসামি।

 

নলছিটি থানার এস.আই. মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতার দু’জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ