সর্বশেষ

নলছিটিতে একই রশিতে মা ও ছেলের লাশ ঝুলছিল গাছে!উদ্ধার করলো পুলিশ।

  প্রতিনিধি 6 April 2025 , 10:22:44 প্রিন্ট সংস্করণ

বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি

ঝালকাঠির নলছিটিতে বাড়ির পাশের রেইনট্রি গাছ থেকে মা ও ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৬ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলার রায়পুর গ্রাম থেকে নলছিটি থানা পুলিশ এ লাশ উদ্ধার করে। এরা হলেন, রায়পুর গ্রামের হানিফ মাঝির স্ত্রী রুবি বেগম ( ৫৩) ও ছেলে আসাদ মাঝি (৩৫)।

নলছিটি থানার ওসি মো. আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে ওই এলাকাবাসী মা ও ছেলেকে বাড়ির পাশের একটি রেইনট্টি গাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। তিনি আরও বলেন, এটা হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পূর্বে কিছুই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এদিকে এলাকার একটি সূত্র বলছে, রুবি বেগমের ছেলে আসাদ মাঝির সঙ্গে এক একই এলাকার বিবাহিত এক মহিলার পরকীয়া প্রেম ছিল। কিছুদিন আগে ওই মহিলা বাড়ি ছেড়ে অজানা কোনো স্থানে চলে যায়। ওই মহিলাকে এনে দেওয়ার জন্য তার ভাইয়েরা আসাদ ও তার পরিবারের ওপর নানাভাবে চাপ প্রয়োগ করাসহ ভয়- ভীতি দেখাচ্ছিলেন। তাদের মতে মা ও ছেলেকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছিল।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ