বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটিতে শনিবার ২৮ ডিসেম্বর বিকাল ৩ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অরাজনৈতিক সামাজিক সংগঠন নলছিটি সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও কৃষকদের মাঝে সবজি বীজ বিতরণ করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো নজরুল ইসলাম,মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর ব্যারিস্টার শেখ মঈনুল করিম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএম কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস শেখ নেয়ামুল করীম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি ডিগ্রী কলেজের সাবেক অধ্যাপক সামসুল আলম খান বাহার।মো:রেজাউল করমি সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান ফরহাদ।
এছাড়াও এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সমাজকর্মী বালী তাইফুর রহমান তূর্য,সাংবাদিক মনির হোসেন জয়,কৃষক হারুন অর রশীদ,আমীরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান প্রমূখ।
এসময় ২০২৪ সালের এস এস সি পরীক্ষায় জিপিএ ৫ এবং মেধাক্রমে বৃত্তি প্রাপ্ত ১৬ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা স্মারক,বই,কলম, এবং ৩০ জন কৃষকের মাঝে সবজি বীজ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন এবং শিক্ষার্থী অভিভাবক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।