সর্বশেষ

নলছিটিতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৫ পালিত।

  প্রতিনিধি 6 April 2025 , 10:15:41 প্রিন্ট সংস্করণ

বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি প্রতিনিধি :

ঝালকাঠির নলছিটিতে ৬ এপ্রিল রবিবার “তারুণ্যের অংশগ্রহণ,খেলাধুলার মানোন্নয়ন” প্রতিপাদ্য নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে এক র‍্যালী ও উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে নলছিটি উপজেলা প্রশাসন।

 

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:নজরুল ইসলামের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন নলছিটি যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হাসান,উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা:ইশতিয়াক,পল্লী উন্নয়ন কর্মকর্তা ওবায়দুল ইসলাম,পরিবার পরিকল্পনা কর্মকর্তা আল আমীন মোল্ল্যা,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোফাজ্জল হোসেন চৌধুরী,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল আজীম,উপজেলা বন কর্মকর্তা শহীদ উদ্দীন,সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউর রহমান লেনিন,উপজেলা খাদ্য কর্মকর্তা সহ অন্যান্য সরকারি কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজী,নলছিটি প্রেস ক্লাব প্রতিনিধি কায়কোবাদ তুফান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় তারা খেলাধুলার গুরুত্ব তুলে ধরে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তরুনদের বাচাতে করনীয় নির্ধারনে বিভিন্ন বিষয় আলোচনা করেন।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ

সিলেটে মাহফিলে হট্টগোল, মেজাজ হারালেন আজহারী কুরআনের মাহফিলে এরকম বাধা দিতো আবু জেহেলের উত্তরসূরীরা।

বান্দরবানে আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়নের দাবিতে মানববন্ধন।

পাইকগাছায় বিষপানে গৃহবধূর আত্মহত্যা নাজমুল হোসেন সানা (পাইকগাছা, খুলনা) খুলনার পাইকগাছায় পারিবারিক কলহের জেরে বিষপানে হীরা মন্ডল (২২) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে। সোমবার দুপুরে উপজেলার গড়ইখালী ইউনিয়নের আমিরপুর গ্রামে‌ এঘটনা ঘটে। হীরা মন্ডল ওই বাড়ির অনুপ মন্ডলের স্ত্রী। এবং পাশ্ববর্তী লস্কর ইউনিয়নের খড়িয়া গ্রামের দেবাশিষ মন্ডলের মেয়ে। তিন বছর আগে পারিবারিক ভাবে হীরা মন্ডল ও অনুপ মন্ডল বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারিক দ্বন্দ্বে শশুর-শাশুড়ির সাথে অভিমান করে তিনি বিষ পান করেন। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. সবজেল হোসেন জানান, পারিবারিক কলহের জেরে বিষপান করে আত্মহত্যা করে হীরা মন্ডল নামের এক গৃহবধু। মৃতদেহ ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ মাস অনুপস্থিত অফিস সহায়ক

“১৫ মার্চ” পার্বত্য চট্টগ্রামে ‌‘”অশুভ শক্তি প্রতিরোধ’” দিবস

বড়লেখায় নিসচা’র উদ্যোগে দুই প্রবাসীকে সংবর্ধনা