অন্যান্য

নলছিটিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ উপলক্ষে র‍্যালী,মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত।

  প্রতিনিধি 10 March 2025 , 7:41:48 প্রিন্ট সংস্করণ

 

বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি প্রতিনিধি:

 

“দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি,বাচায় প্রাণ ক্ষয়ক্ষতি ” প্রতিপাদ্য নিয়ে ঝালকাঠির নলছিটিতে দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ উপলক্ষে র‍্যালী,অগ্নি নির্বাপন মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১০ মার্চ সোমবার সকাল এগারোটায় উপজেলা পরিষদ চত্তরে এ র‍্যালী ও মহড়ার আয়োজন করে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটির উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:নজরুল ইসলাম,সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো:আওলাদ হোসেন,নলছিটি পৌরসভার পৌর নির্বাহী ইঞ্জিনিয়ার আবুল হোসেন,ফায়ার সার্ভিস নলছিটির একটি ইউনিট এবং রেড ক্রিসেন্ট,যুব রেড ক্রিসেন্টের সেচ্ছাসেবীবৃন্দ।

র‍্যালী শেষে ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নি নির্বাপন পদ্ধতির মহড়া অনুষ্ঠিত হয়।এতে বাসাবাড়িতে গ্যাস সিলিন্ডার কিংবা কোনো বস্তুতে আগুন লাগলে প্রাথমিকভাবে তা নির্বাপন পদ্ধতি দেখান এবং উপস্থিত সেচ্ছাসেবী এবং স্থানীয়রাও তা বাস্তবে চেষ্টা করে নির্বাপণ পদ্ধতি রপ্ত করেন।

ঘন্টাব্যাপী এ মহড়া শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

 

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ