বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটিতে দুটি ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও ঝালকাঠি পরিবেশ অধিদপ্তর।
০৬ মার্চ বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় উপজেলার দপদপিয়া ইউনিয়নের হারুন হাওলাদারের মালিকানাধীন মেসার্স হাওলাদার ব্রিকস এবং দুপুর একটায় পৌরসভা এলাকার গৌড়িপাশা গ্রামের মেসার্স এস আর ব্রিকস নামের দুটি ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
এসময় ইট ভাটা দুটির কোনো লাইসেন্স প্রদর্শনে ব্যর্থ হওয়ায় এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় মেসার্স হাওলাদার ব্রিকসকে ভ্রাম্যমাণ আদালতে দুই লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩(সংশোধিত ২০১৯)এর আওয়তায় ধারা ৫ (১) অমান্য করায় হাওলাদার ব্রিকসকে বিধি অনুযায়ী দুই লক্ষ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত এবং এস আর ব্রিকসের সংশ্লিষ্ট সবাই আগেই পালিয়ে যাওয়ায় কাউকে পাওয়া না যাওয়ার কারনে জরিমানা না করে ড্রাম চিমনী ধ্বংস করে ভাটাটি বন্ধ করে দেয়া হয়।
জরিমানার অর্থ নগদ প্রদান করায় হাওলাদার ব্রিকসের কারাদণ্ডাদেশ মওকুফ করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলছিটির উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:নজরুল ইসলাম।এসময় আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর ঝালকাঠির সহকারী পরিচালক আনজুমান নেছা,পরিদর্শক মো:আমিনুল হক,উপজেলা প্রশাসনের কর্মচারী এবং নলছিটি থানা পুলিশের একটি টিম।
অভিযানে অর্থদণ্ড সহ ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দিয়ে দুটি ইট ভাটার কাচা ইট বিনস্ট করা হয় এবং এস আর ব্রিকসের সংশ্লিষ্ট সকলে আগেই পালিয়ে যাওয়ায় জরিমানা করা সম্ভব হয়নি বলে জানা গেছে তবে এস আর ব্রিকসের ড্রাম চিমনি ভেঙে পানি দিয়ে আগুন নিভিয়ে দেয়া হয় এবং কাচা ইট পানি দিয়ে বিনস্ট করা হয়।