অন্যান্য

নলছিটিতে নানান আয়োজনে বাংলা বর্ষ বরন উৎসব।

  প্রতিনিধি 14 April 2025 , 7:25:25 প্রিন্ট সংস্করণ

বালী তাইফুর রহমান তূর্য

 

বাঙালীর ঐতিহ্য,বাংলার আবহমান সংস্কৃতির বিশেষ দিন ১লা বৈশাখ বাংলা নববর্ষ।নতুন বছরকে বরনে ঝালকাঠির নলছিটিতে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ষ বরন উৎসব আয়োজন করা হয়।

এ উপলক্ষে ১৪ এপ্রিল,বাংলা ১৪৩২ সনের ১ লা বৈশাখ সকাল ৯:৩০ টায় উপজেলা পরিষদ চত্তরে আনন্দ শোভাযাত্রা ও শোভাযাত্রা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলার আয়োজন করা হয়।এ উপলক্ষে একটি শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্তর থেকে শুরু হয়ে শহরের শহীদ সেলিম তালুকদার চত্তর হয়ে উপজেলা পরিষদ চত্তরে এসে শেষ হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:নজরুল ইসলাম।এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ,উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা,উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান খান হেলাল,সাধারণ সম্পাদক সেলিম গাজী সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশিল সমাজের প্রতিনিধিরা।

শোভাযাত্রায় অংশ নেয়া শিক্ষার্থীরা বাংলা সসংস্কৃতি ও ঐতিহ্যবাহী পালকি,কুলা,ঘুড়ি,গামছা নিয়ে অংশগ্রহণ করে।

সাংস্কৃতিক অনুষ্ঠানে সুবিদপুর ইউনিয়নের শিল্পী সংঘের শিল্পীরা দেশীয় সংগীত পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন।

সকাল থেকে শুরু হওয়া বর্ষবরণ এ অনুষ্ঠান বেলা বারোটা পর্যন্ত বিভিন্ন আয়োজনের মাধ্যমে উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ