বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধিঃ
টানা জোয়ারের পানিতে প্লাবিত হয়ে পড়েছে নলছিটি উপজেলার বিভিন্ন এলাকা। শনিবার (২৬ জুলাই) রানাপাশা ইউনিয়নের চর ইসলামাবাদ এবং চর গজালিয়া গ্রামের প্রায় ৫০ থেকে ৬০টি পরিবার পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন।
এই দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন নলছিটি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইদুল ইসলাম রনি। তিনি নিজ উদ্যোগে রান্না করা খাবার এসব পরিবারের কাছে পৌঁছে দেন।
ক্ষতিগ্রস্ত মানুষের হাতে খাবার তুলে দিতে গিয়ে তিনি বলেন, পানিতে আটকে থাকা অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করছি পাশে থাকার, এবং ভবিষ্যতেও এই সহায়তা অব্যাহত থাকবে।
স্থানীয়রা ছাত্রদল নেতার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।