বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে দপদপিয়া ইউনিয়ন প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীত বস্ত্র কম্বল বিতরন করা হয়েছে।
০৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল দশটায় দপদপিয়া ইউনিয়ন প্রতিবন্ধী স্কুলে এ কম্বল বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:নজরুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো:মোফাজ্জেল হোসেন চৌধুরী,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ওবায়দুল ইসলাম,দপদপিয়া ইউনিয়ন প্রতিবন্ধী স্কুলের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান সিকদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়টির সভাপতি দপদপিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার অহিদুল ইসলাম বাদল।
এসময় বিদ্যালয়টির অর্ধশতাধিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।