প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ২:২০ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১০, ২০২৫, ৯:৩১ এ.এম
নলছিটিতে ভিক্ষুক,হতদরিদ্রদের মাঝে ভ্যান রিক্সা বিতরণ।

বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে উপজেলা প্রশাসন,উপজেলা সমাজসেবার পক্ষ থেকে ভিক্ষুক,হতদরিদ্রদের মাঝে ব্যাটারিচালিত রিক্সা ও ভ্যানগাড়ি বিতরণ করা হয়েছে।
আজ ১০ ফেব্রুয়ারী সোমবার সকাল এগারোটায় উপজেলা পরিষদ চত্তরে অসহায় ভিক্ষুকদের মাঝে অটোভ্যান বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো:নজরুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হোসেন চৌধুরী।উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো:ওবায়দুল ইসলাম,উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান খান হেলাল,উপজেলা শ্রমিকদল সভাপতি মিজানুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ভিক্ষুক পুনর্বাসনের আওতায় চারজন হতদরিদ্রর মাঝে ব্যাটারি চালিত রিক্সা ও অটোভ্যান বিতরণ করা হয়।সরকারি এই সহায়তা পেয়ে যেনো শুকনো শাখায় প্রানের সঞ্চার হয়েছে হত দরিদ্র এই মানুষগুলির।
ভ্যান পাওয়া একজন ভিক্ষুক আমীর আলী বলেন,আমার কোনো সন্তান নেই,স্ত্রীও নেই।তারউপর আমি প্যারালাইজড ছিলাম,ইউএনও স্যার ঔষধ কিন্না দিতো।আমার ভিক্ষা ছাড়া উপায় ছিলো না,এই ভ্যানডা চালাইয়া এহন দুজ্ঞা ভাতের ক্ষুধা মিটাইতে পারমু।স্যারে এই গাড়িডা না দেলে দু:খের আর পারাপার আছেলে না।
হতদরিদ্রদের এই সচ্ছ পুনর্বাসন ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রাও।
Copyright © 2025 cetonaibangladesh.news. All rights reserved.