অন্যান্য

নলছিটিতে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস- ২০২৫ পালিত। 

  প্রতিনিধি 26 March 2025 , 8:38:31 প্রিন্ট সংস্করণ

 

বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি উপজেলা প্রতিনিধি: 

 

ঝালকাঠির নলছিটিতে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দিনের শুরুতে ৩১ বার তোপধ্বনি র মাধ্যমে কার্যক্রম শুরু করা হয়। এরপর শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন ও বিভিন্ন দলের নেতৃবৃন্দ ।

 

সকাল ৯টায় নলছিটি চায়না মাঠে আনুষ্ঠানিক ভাবে পতাকা উত্তোলন,জাতীয় সংগীত পরিবেশন এবং বাংলাদেশ পুলিশসহ অন্যান্য বাহিনী ও স্কুল কলেজ,মাদ্রাসার শিক্ষার্থীদের সমন্বয়ে বর্নাঢ্য সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এসময় প্যারেড পরিদর্শন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. নজরুল ইসলাম, সাথে ছিলেন নলছিটি থানা ভারপ্রাপ্ত (ওসি)কর্মকর্তা আব্দুস ছালাম।

 

এরপর সকাল দশটায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় আরও উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিচুর রহমান হেলাল খান, সাধারণ সম্পাদক সেলিম গাজী, বাংলাদেশ জামায়াতে ইসলামী নলছিটি উপজেলা শাখার আমির মাওলানা জাকির হোসেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ শাহজালাল হোসাইন ও জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ।

 

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আমিন। অনুষ্ঠান সূচিতে আরও রয়েছে জাতির শান্তি কামনায় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া,উন্নত মানের খাবার পরিবেশন,প্রীতি ফুটবল ম্যাচ ও মহিলাদের ক্রীড়া অনুষ্ঠান।

 

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ