অন্যান্য

নলছিটিতে শ্রমিকদলের সমাবেশ অনুষ্ঠিত

  প্রতিনিধি 29 October 2024 , 12:37:00 প্রিন্ট সংস্করণ

বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি( ঝালকাঠি) সংবাদদাতা:

ঝালকাঠির নলছিটিতে উপজেলা শ্রমিকদল ও পৌর শ্রমিকদলের আয়োজনে এক সমাবেশের আয়োজনে করা হয়েছে। শনিবার(২৬ অক্টোবর) বিকেলে নলছিটি পৌর ভবন সম্মুখে এ সমাবেশের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন।

উপজেলা শ্রমিকদলের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন,অ্যাডভোকেট মাহেব হোসেন, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিচুর রহমান হেলাল,সাধারণ সম্পাদক সেলিম গাজী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক(সাবেক) মো. শাফায়ত হোসেন, জেলা শ্রমিকদলের সভাপতি টিপু সুলতান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুজ্জামান সুমন, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাইদুল ইসলাম রনি,পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল খান প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জাকির গাজী ও পৌর শ্রমিকদলের সভাপতি সেলিম হাওলাদার। সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়নের শ্রমিকদলের নেতৃবৃন্দ অংশ নেন।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ