প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ৯:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৭, ২০২৫, ৮:৩৫ এ.এম
নলছিটিতে সড়ক উন্মুক্ত করা ও লাশ দাহ করার স্থান স্থানান্তরের দাবিতে মানববন্ধন

বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটি পৌরসভার পেছনের আটকে রাখা সড়ক উন্মুক্ত করার দাবি এবং হিন্দু ধর্মাবলম্বীদের লাশ দাহ করার স্থান শহরের ভিতর থেকে নির্জন স্থানে স্থানান্তরের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থী ও স্থানীয়রা।
সোমবার সকালে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অংশগ্রহণ করে নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসা,পুরানবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং স্থানীয় জনসাধারণ সহ প্রায় পাচ শতাধিক মানুষ।
এতে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা নাসিম হোসেন,এডভোকেট রেজা,মাদ্রাসা শিক্ষার্থী ও ইসলামি ছাত্র আন্দোলনের পৌরসভার সাধারণ সম্পাদক হাফেজ মাহফুজুর রহমান,নাইম তালুকদার,শিক্ষার্থী সাইফুল ইসলাম,স্থানীয় সমাজকর্মী বালী তূর্য।বক্তারা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখেই শ্মশানের গেটটি তাদের সিমানায় নির্মানে দাবি জানান এবং নতুন গেট নির্মানে সার্বিক সহযোগিতারও আশ্বাস দেন।এবং শহরের মধ্যে এখন ঘন জনবসতি হওয়ায় দাহ করার স্থানটিকে নদীর তীরে নির্জন স্থানে যেখানে পূর্বেই নির্ধারণ করা হয়েছিলো সেখানে সরিয়ে নেয়ার জন্য আহবান জানান।এতে বর্তমান শ্মশানের সৌন্দর্য আরও বারবে বলেও রাস্তাটি উন্মুক্ত করে দেয়ার দাবি জানান।
রাস্তাটি নলছিটি মিউনিসিপালিটি তথা পৌরসভার নামে রেকর্ডভুক্ত জমিতে নির্মিত। এবং এই একই পথে মুসলিম গোরস্থান এবং আবাসিক বাড়িঘর রয়েছে,রাস্তাটি উন্মুক্ত না হলে সেগুলো অগ্নিকাণ্ডের ঝুকিতে রয়েছে।সড়কটি উন্মুক্ত হলে মাদ্রাসা এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের চলাচলেও সুবিধা হবে বলে জানিয়েছেন স্থানীয়রা।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্তরে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করে মিছিলটি নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় গিয়ে শেষ হয়।
Copyright © 2025 cetonaibangladesh.news. All rights reserved.