অন্যান্য

নল‌ছি‌টি‌তে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষকের।         

  প্রতিনিধি 28 December 2024 , 6:20:09 প্রিন্ট সংস্করণ

বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটিতে ট্রাকের সঙ্গে ধাক্কায় মো. আবু হানিফ(৪৫) নামে মোটরসাইকেল আরোহী এক বিশ্ববিদ্যালয় শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার দিবাগত রাত( ২৭ ডিসেম্বর) সোয়া ১২টার দিকে বরিশাল – পটুয়াখালী আঞ্চলিক সড়কের উপজেলার দপদপিয়া চৌমাথা

এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু হানিফ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের শিক্ষক এবং দশমিনা উপজেলার মাছুয়াখালী গ্রামের মো. আমজাদ আলী মৃধার ছেলে।

পুলিশসূত্রে জানাগেছে, আবু হানিফ মোটরসাইকেলে বরিশাল যাওয়ার পথে শুক্রবার দিবাগত রাত সোয়া ১২ টার দিকে উপজেলার দপদপিয়া চৌমাথা এলাকায় রাস্তার পাশে থামানো গাছ ভর্তি একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নলছিটি থানার ওসি মো. আব্দুস সালাম এ ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্র্যাকটি পুলিশ হেফাজতে আনা হয়েছে। এ ব্যাপারে নিহতের পরিবার থেকে এখনো কোনো অভিযোগ পাইনি।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ