অন্যান্য

নলছিটিতে স্কুল শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ শিক্ষার্থীদের।

  প্রতিনিধি 19 February 2025 , 8:48:12 প্রিন্ট সংস্করণ

বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটির শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীরা ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম ইমনের বিরুদ্ধে অনৈতিক ও অশোভন আচরণের অভিযোগ তুলেছে। ১৮ ফেব্রুয়ারি, মঙ্গলবার, এসএসসি পরীক্ষার্থীরা প্রধান শিক্ষকের বরাবর দেওয়া এক লিখিত অভিযোগপত্রে বিষয়টি উল্লেখ করেছেন।

অভিযোগপত্রে শিক্ষার্থীরা উল্লেখ করেন, শিক্ষক জাহাঙ্গীর আলম ইমন দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণ করছেন। তিনি ছাত্র-ছাত্রীদের শারীরিক গঠন নিয়ে মন্তব্য করেন, অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করেন এবং নানা ধরনের মানসিক হয়রানি করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষক ইমন হাত ধরে টানেন, নখ ও শরীরের গঠন নিয়ে কটূক্তি করেন, কোমরের মাপ নেন, পিঠে হাত দেন এবং শারীরিক বিষয় নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। সহপাঠী ছাত্র-ছাত্রীরা একসঙ্গে খেলাধুলা করলে তিনি নোংরা মন্তব্য করেন ও সহপাঠীদের সামনে তাদের অপমান করেন।

শিক্ষার্থীরা এ ধরনের হয়রানির অবসান চেয়ে প্রধান শিক্ষকের কাছে লিখিত আবেদন করেছেন এবং দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। অভিযোগপত্রে স্বাক্ষর করেছেন এসএসসি পরীক্ষার্থী ১২ জন শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, ২০১৮ সালে সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ উঠেছিল। নতুন করে একই শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগ উঠেছে। তারা বলেন, “আমরা একজন শিক্ষকের কাছ থেকে এমন আচরণ কামনা করি না। অনতিবিলম্বে অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে আইনি ব্যবস্থা নিতে অনুরোধ জানাচ্ছি।”

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক মো. জাহাঙ্গীর আলম ইমন বলেন, “আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মো. নান্নু মিয়া বলেন, “শিক্ষার্থীদের অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ