প্রতিনিধি 9 March 2025 , 1:48:16 প্রিন্ট সংস্করণ
বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতাঃ
নলছিটির নাচনমহল গ্রামে জমি দখল নিয়ে সংঘর্ষের অভিযোগ উঠেছে। স্থানীয় আওয়ামী লীগ নেতা মোঃ গোলাম মোস্তফার বিরুদ্ধে এক অসহায় বৃদ্ধার ঘরে হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন তার স্বজনরা
অভিযোগকারী মমতাজ বেগম (৬০) জানান, তার স্বামী মৃত আকাব্বর হাওলাদারের পৈতৃক ভিটায় দীর্ঘদিন ধরে ছেলে ও পুত্রবধূসহ বসবাস করছেন। কিন্তু গত ২৩ ফেব্রুয়ারি দুপুরে গোলাম মোস্তফা তার দলবল নিয়ে এসে জমির মালিকানা দাবি করেন এবং ঘর ছাড়তে বলেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মোস্তফা তার লোকজন নিয়ে টিনের ঘরে হামলা চালায় ও মারধর করেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
মমতাজ বেগমের একমাত্র পুত্র মোঃ ইউনুস হাওলাদার বলেন, “আমরা দুটি ঘরে থাকি। একটি ঘরে আমি, স্ত্রী ও সন্তান, অন্যটিতে আমার মা। গোলাম মোস্তফা দীর্ঘদিন ধরে আমাদের জমি দখলের চেষ্টা করছেন। তিনি আমাকে ও আমার মাকে মারধর করেছেন এবং পৈতৃক ভিটা ছাড়তে বলছেন। চেয়ারম্যানের কাছে গিয়েছি, কিন্তু সালিশ বিলম্ব করা হচ্ছে। উল্টো আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। পরবর্তী আমরা আদালতে সাত ধারা একটি মামলা করেছি।
ইউনুসের স্ত্রী খাদিজা বেগম (২৬) জানান, “আমরা এখন ঘরবন্দী। বাইরে গেলে আমাদের ঘর দখল করে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। চেয়ারম্যানের কাছেও বিচার পাচ্ছি না। প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তা চাই।
এ বিষয়ে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা মোঃ গোলাম মোস্তফা বলেন, “আমার বিরুদ্ধে করা অভিযোগ মিথ্যা। জমি ও ঘর আমার, তারা জোর করে আমার ঘরে উঠে লুটপাট করেছে এবং সেখানে বসবাস করছে। আমি আদালতে এ বিষয়ে একটি মামলা করেছি।”
তবে স্থানীয়দের অনেকে জানান, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।
এ বিষয়ে স্থানীয় ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ শাহ আলম জানান আমার কাছে অভিযোগ করেছে। উভয়পক্ষ কে ডেকে সালিশ মানিয়ে দেয়ার চেস্টা করেছি। এছাড়া আমি কোনো মন্তব্য করতে চাইনা।
নলছিটির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান। অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।