অপরাধ

নলছিটিতে ৮২ পিস ইয়াবাসহ আটক-২

  প্রতিনিধি 19 January 2025 , 4:03:53 প্রিন্ট সংস্করণ

 

বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:

 

ঝালকাঠির নলছিটিতে ইয়াবাসহ দুই জনকে আটক করেছে পুলিশ। রবিবার(১৯ জানুয়ারি) রাত ১টার দিকে নলছিটি পৌর এলাকার বাইপাস সড়ক থেকে তাদের আটক করা হয়।

 

আটককৃতরা হলেন,নলছিটির নান্দিকাঠি এলাকার মো. মকবুল হাওলাদারের পুত্র রায়হানুল ইসলাম ওরফে সোহাগ(৪৪) এবং মালিপুর এলাকার আক্কাছ হাওলাদারের পুত্র মো. রনি(২৬)

 

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত ১ টার সময় নলছিটি পৌর এলাকার বাইপাস সড়কে মাদক ব্যবসায়ীরা মাদক বেচাকেনা চলছে। এই মর্মে খবর পেয়ে নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো. আব্দুস ছালাম অভিযান চালিয়ে তাদের আটক করেন। এমসয় উভয়ের প্যান্টের পকেট তল্লাশি করে মোট ৮২ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

 

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো. আব্দুস ছালাম জানান, তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ