বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি প্রতিনিধিঃ
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামত এর ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী তাতীদল নলছিটি পৌর শাখার আয়োজনে, ২৬ জানুয়ারী (শনিবার) বিকাল ৪ টায় নান্দিকাঠী মারকাজুল কুরআন মাদ্রাসা সংলগ্ন মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
নান্দিকাঠী ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মোঃ দুলাল হাওলাদার এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ বেলাল খান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন। অনুষ্ঠানের প্রধান অতিথি পৌর বিএনপির সভাপতি মোঃ মুজিবুর রহমান, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সম্পাদক মোঃ সেলিম গাজী, ঝালকাঠি জেলা বিএনপির সদস্য মোঃ এনায়েত করিম মিশু, সাবেক পৌর কাউন্সিলর কাজী জাহাঙ্গীর হোসেন,ঝালকাঠি জেলা তাঁতীদলের সভাপতি মোঃ বাচ্চু হাসান খান, সাধারণ সম্পাদক জুয়েল মিয়া জাহাঙ্গীর আলম, নলছিটি উপজেলা তাঁতীদলের সভাপতি মোঃ গোলাম রাব্বানী, সাধারন সম্পাদক মোঃ লিটন খান, পৌর তাঁতীদলের আহবায়ক মোঃ সোহাগ সিকদার, মহিলাদল নেত্রী নাজমা বেগম কলি প্রমুখ।
এসময় বক্তারা ৩১ দফার গুরুত্ব জনসাধারণের কাছে তুলে ধরেন। উপস্থিত নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার জন্য দিকনির্দেশনা প্রদান করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন পৌর তাঁতীদলের যুগ্ম-আহবায়ক মোঃমনির হোসেন মন্টু, ৩নং ওয়ার্ড তাঁতীদলের সাধারন সম্পাদক মোঃ নাসির সরদার সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও তাতীদলের নেতৃবৃন্দ।