বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি(ঝালকাঠি)সংবাদদাতাঃ
ঝালকাঠির নলছিটিতে দিনভর পরিবেশ অধিদপ্তরের অভিযানে ছয়টি ইটভাটাকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার(২৯ডিসেম্বর) উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। এছাড়া অভিযানে অবৈধ ইটভাটার কিলন ও কাঁচা ইট ভেঙ্গে দেয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার প্রতাপ ও সরাইল এলাকায় মেসার্স রিয়াজ ব্রিকসের দুটি ইটভাটার কিলন ও কাঁচা ইট ভেঙ্গে দেয়া হয়েছে,আমিরাবাদ এলাকার এম বি এল ব্রিকস ১লাখ,সারদল এলাকার এস আর বি ব্রিকস কে দুই লাখ,এম এম আর ব্রিকসকে দুই লাখ ও উত্তর গৌরিপাশা এলাকার রিয়াজ ব্রিকস কে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফয়জুন্নেসা আক্তার। এসময় সাথে ছিলেন,বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. জহিরুল ইসলাম তালুকদার ও ঝালকাঠি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আনজুমান নেছা। ইট প্রস্তুত ও ভাটা(নিয়ন্ত্রন) স্থাপন আইন-২০১৩ অনুযায়ী ইট ভাটার বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয় বলে তারা জানিয়েছেন।
তারা আরও জানান,বরিশাল বিভাগীয় কার্যালয়ের অধীন জেলা সমূহের সকল অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ দপ্তর কর্তৃক কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে এবং পর্যায়ক্রমে অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।