প্রতিনিধি 23 February 2025 , 2:22:21 প্রিন্ট সংস্করণ
হালুয়াঘাট প্রতিনিধি: হালুয়াঘাটের নাগলা কিন্ডারগার্টেন এন্ড মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎযাপিত হয়েছে।
গত ২২ এ ফেব্রুয়ারি শনিবার বিদ্যালয় মাঠে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ১৫ ইভেন্টে সকল ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। সকাল সাড়ে আট টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে প্রথম পর্বের খেলা শুরু হয় এবং বিকাল ২ টায় প্রতিযোগীতা মূলক সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এতে একাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।
বিকাল ৫ টায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করার মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করা হয়।
এ অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, মো: সাইফুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শফিকুর রহমান শফিক চেয়ারম্যান ১১ নং আমতৈল ইউনিয়ন পরিষদ , ফয়জুর রহমান উপদেষ্টা কমিটির সদস্য নাগলা কিন্ডারগার্টেন এন্ড মডেল স্কুল,
কার্তিক বসাক ৫৬ নং চুয়ান্ন হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, মো: আরফান আলী কোনাপাড়া যোগানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,সোহরাব উদ্দিন উপদেষ্টা নাগলা কিন্ডারগার্টেন, ফিরোজ আহমেদ এ বি সি কিন্ডারগার্টেন, মো: হামিদুর রহমান সহকারী শিক্ষক মাছাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শামসুদ্দিন সুমন উপদেষ্টা কমিটির সদস্য,মোজাম্মেল হোসেন অভিভাবক সদস্য, মোস্তাফিজুর রহমান ও দেলোয়ার হোসেন পরিচালক নাগলা কিন্ডারগার্টেন এন্ড মডেল স্কুল, এবং বিদ্যালয়ের সকল শিক্ষক মন্ডলী ।