প্রতিনিধি 26 July 2025 , 2:48:28 প্রিন্ট সংস্করণ
মোঃ সফিকুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
আজ শনিবার ২৬ জুলাই নাগেশ্বরীতে এক মনোরম পরিবেশে অনুষ্ঠিত হলো “রোকন সম্মেলন ২০২৫”। উক্ত সম্মেলনটি কুড়িগ্রামের নাগেশ্বরী, ভূরুঙ্গামারী ও কচাকাটা উপজেলা ও থানা শাখার সম্মিলিত উদ্যোগে অনুষ্ঠিত হয়।
সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জনাব মাওলানা মমতাজ উদ্দীন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা আমির মাওলানা আঃ মতিন ফারুকী এবং কুড়িগ্রাম জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি জনাব এডভোকেট ইয়াছিন আলী সরকার।ও মাওলানা মোঃ এনামুল হক সাহেব, আমির বাংলাদেশ জামাতে ইসলামী কসাকাটা থানা শাখা।
সম্মেলনে তিন উপজেলার সকল রুকন ভাই অংশগ্রহণ করেন। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে ইসলামী আন্দোলনের সাংগঠনিক দৃঢ়তা, দ্বীনি মূল্যবোধের প্রতিষ্ঠা এবং সমাজ সংস্কারে রুকনদের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানটি অত্যন্ত ভাবগম্ভীর ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।