অন্যান্য

নাগেশ্বরীতে ক্ষতিকর তামাক চাষে ঝুঁকছেন কৃষকরা

  প্রতিনিধি 6 March 2025 , 9:16:57 প্রিন্ট সংস্করণ

মোঃ সফিকুল ইসলাম মাদারগঞ্জ কচাকাটা প্রতিনিধি।

 

নাগেশ্বরীতে মানব দেহের জন্য ক্ষতিকারক তামাক চাষে ঝুকছেন কৃষক। স্থানীয় কৃষি বিভাগের উদাসীনতার কারনে ফসলী জমিতে তামাক চাষ হচ্ছে বলে জানা গেছে। উৎপাদন করতে কোম্পানি গুলো তামাকের অধিক মুল্যে বিক্রয়ের নিশ্চয়তাদান, চাষের জন্য সুদমুক্ত ঋণ,প্রতিনিধিদের নিয়মিত মাঠ পরিদর্শন, পরামর্শ দানসহ নানা কারনে ফসল ছেড়ে তামাক চাষে ঝুঁকছেন কৃষক।

 

পরিবেশ ও মানব দেহের জন্য মারাত্মক ক্ষতির বিষয়টি জেনেও কৃষক বেশী মুনাফার কারনে তামাক চাষে ঝুঁকছেন নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের কয়েকজন কৃষক। এদিকে স্থানীয় এক ব্যক্তি জানান কোম্পানীর সুদ মুক্ত ঋনের কারনে কৃষক তামাক চাষে উৎসাহিত করছে। তামাক চাষে নিরুৎসাহিত করতে কৃষকদের নিয়ে সরকারী ভাবে কোন সভা সেমিনারের উদ্যোগ গ্রহন করেনি উপজেলা কৃষি সম্প্রারণ বিভাগ।

 

হাসনাবাদ ইউনিয়ন যুব উন্নয়ন’ সংগঠনের সভাপতি ডাঃ মোঃ সাইদুর রহমান বলেন তামাক চাষে পরিবেশ ও মানবদেহের ক্ষতিকর দিক তুলে ধরে কৃষকদের মাঝে সচেতনতা বাড়াতে হবে। ফসলি জমিতে তামাক চাষের বিকল্প হিসেবে অন্যান্য ফসল ফলনের জন্য কৃষকদের উৎসাহিত করতে হবে।

 

একটি জরিপ বলছে দেশে প্রতি বছর তামাক জাতদ্রব্য সেবনের কারণে বিভিন্ন প্রাণঘাতি রোগে প্রায় ১২ লক্ষাধিক মানুষ আক্রান্ত হচ্ছে। তামাক সেবনে লিভার ও ফুসফুস বেশি আক্রান্ত হয়ে মানুষ মৃত্যু বরণ করছে। তামাকের বহুল ব্যবহার হৃদ্রোগ, ক্যানসার, বক্ষব্যাধি ও মৃত্যুর অন্যতম প্রধান কারন হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

 

হাসনাবাদে ইউনিয়নে ২ ও ৩ নং ওয়ার্ডে কয়েকটি গ্রামে তামাক চাষ লক্ষ্য করা গেছে । ক্ষত্রিপাড়া, সেনপাড়া, মাঝি পাড়া ও দক্ষিন ব্যাপারীহাট এই সব এলাকায় সরেজমিন ঘুরে দেখে প্রায় ৫ হেক্টর জমিতে তামাক চাষ হচ্ছে। আনন্দবাজার গ্রামের মোঃ মেহের আলী জানান গত বছর ২০ শতক জমিতে তামাক চাষ করছি এবার ৬০ শতক জমিতে তামাক লাগিয়েছি এবার দাম বেশি। আবুল খায়ের কোম্পানির প্রতিনিধি তামাক কিনার জন্য যোগাযোগ করছে। এবার দাম বেশি ১০ থেকে ১২ হাজার টাকা মণ তামাকের দাম বলছে কোম্পানিগুলো।

 

ক্ষত্রিপাড়ার সুজন জানান এবার প্রথম দুই বিঘাতে তামাক চাষ করছি লাভ লসের হিসাব বুঝতেছি না। অন্যরা চাষ করছে তাদের দেখাদেখি করছি।

 

ক্ষতিকর জেনেও এবার ২ একরে জমিতে তামাক চাষ করেছেন দক্ষিন ব্যাপারী হাট গ্রামে আশরাফুল। মাঠে দু‘জন শ্রমিক নিয়ে তামাক পাতা ভাঙছিলেন তিনি। এ সময় আশরাফুল বলেন আলু চাষে বীজ কিনতে বিশ হাজার টাকার মত লাগে। এদিকে তামাকের বীজ কম্পোনি ফি দেয়, তেমন খরচ নাই । তামাক চাষে লাভ বেশি ঝুকি কম। কোম্পানি গুলো তামাক কিনার জন্য নিয়মিত যোগাযোগ রাখছেন তার সাথে।

 

হাসনাবাদে তামাক চাষের বিষয় জানতে চাওয়া হলে নাগেশ্বরী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহরিয়ার হোসেন বলেন, তামাক চাষে সরকারী কোন প্রণোদনা নেই। কৃষকদের তামাক চাষে নিরুৎসাহিত ও সর্তক করা হচ্ছে। হাসনাবাদের কৃষকরা তামাক চাষ না করার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। কৃষকদের তামাক চাষে উৎসাহিত না করার জন্য কোম্পানিগুলোকে সর্তক করা হবে বলেও তিনি জানান।

 

 

 

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন জাকারিয়া আল ফয়সাল, ব্যুরো প্রধান রাজশাহী জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাকে হত্যার হুমকির প্রতিবাদে ও দোষীদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে । বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন, রাজশাহী জেলা কমিটির আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন, রাজশাহী জেলা কমিটির নেতৃবৃন্দ জাতীয় বিশ্ববিদ্যলয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহকে হত্যার হুমকির প্রতিবাদে ও দোষীদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান। জেলার ১১ টি কলেজ থেকে আগত শিক্ষক নেতৃবৃন্দ কর্মসূচিতে উপস্থিত ছিলেন। এসময় শিক্ষক নেতৃবৃন্দ বলেন, কোটা ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনে আবু সাঈদসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ দায়িত্ব গ্রহণের পর থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানে ইতোমধ্যেই উদ্যোগ গ্রহণ করেছেন। যার মধ্যে উল্লেখযোগ্য হলো- বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিওভূক্তির বিষয়ে জটিলতা দূরীকরণ, বিগত সময়ের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে গভর্নিং বডি গঠনসহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে উপাচার্য রাত-দিন কাজ করে যাচ্ছেন। নেতৃবৃন্দ আরও বলেন, উপাচার্যের এ সকল সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগের প্রেক্ষিতে অধিভুক্ত শিক্ষা-প্রতিষ্ঠানগুলো যখন সুফল পেতে শুরু করেছে, ঠিক সেই সময় একটি স্বার্থান্বেষী মহল এই সংস্কার ও সার্বিক উন্নয়ন কার্যক্রমকে ব্যর্থ করার চক্রান্ত চালিয়ে যাচ্ছে। এই ষড়যন্ত্রের অংশ হিসেবে হুমকি-ধামকি দিয়ে দুর্নীতি প্রতিরোধের কার্যক্রমকে নানাভাবে বাধাগ্রস্ত করার অপচেষ্টা অব্যাহত রয়েছে। আমরা এ ধরনের হত্যার হুমকির প্রতিবাদে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে এ ঘটনায় যে বা যারাই জড়িত থাকুক, তদন্ত সাপেক্ষে তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবি জানাচ্ছি। বক্তারা প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টাসহ সরকারের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন এবং এসব অপরাধীদের আইনের আওতায় না আনা হলে রাজপথে বড় কর্মসূচি দেওয়ার হুশিয়ারী প্রদান করেন। মানববন্ধন শেষ রাজশাহী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি সানোয়ার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জালাল হোসেন। এসময় আরও বক্তব্য রাখেন, ওয়ালী মোহাম্মদ ওলী, মেহেদি হাসান, বিশ্বজিৎ কুমার, আসরাফুল আলম, দেলোয়ার হোসেন, নুরুল বাসার, তোতা মোল্লা, নাজমুল হক, এনামুল হক, রাকসানা খাতুন, অন্যান্য নেতৃবৃন্দসহ ১১ টি কলেজের শিক্ষকবৃন্দ।

লবলং নদী এখন মরা খাল,গিলে খাচ্ছে ডেকু গার্মেন্টস।পূর্ণ উদ্ধারে মানববন্ধন!

কুষ্টিয়ার কুমারখালীতে মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন! 

ইসলামী আন্দোলন বাংলাদেশ, কুড়িগ্রাম শাখার বিশাল” সমাবেশ

গোপালপুর ভাই ভাই স্পোটিং ক্লাবের আয়োজনে ১৬ দলীয় ফুটবল টুর্ণামেন্টে স্বাগতিকরা চ্যাম্পিয়

‎রায়পুরে সপ্তম শ্রেনীর শিক্ষার্থীর আত্মাহত্যা