অন্যান্য

নাগেশ্বরীতে দুধকুমার নদীর ভয়াবহ ভাঙন, তীরে বসবাসকারীদের চোখে হতাশার ছাপ

  প্রতিনিধি 13 August 2025 , 6:10:06 প্রিন্ট সংস্করণ

স্টাফ রিপোর্টারঃ

টানা কয়েকদিনের অবিরাম বৃষ্টিতে দুধকুমার নদীর পানি ফুঁসে উঠেছে। বুধবার (১৩ আগস্ট ২০২৫) সকাল থেকেই আকাশ মেঘলা, আর নদীর তীরঘেঁষা গ্রামগুলো—চর দামালগ্রাম, ফান্দের চর, চর নুচনি—সবখানেই চলছে ভয়াবহ ভাঙন।

নদীর তীরে বাঁশঝাড়গুলো হেলে পড়েছে পানিতে, আর তীব্র স্রোতের ঢেউ মাটি গিলে খাচ্ছে অবিরত। ভাঙনের সাথে সাথে নদী কেড়ে নিচ্ছে জমি, বাড়িঘর, গাছপালা—মুছে দিচ্ছে বহু বছরের জীবনের গল্প।

বৃষ্টির মাঝেই মানুষজন তড়িঘড়ি করে ঘর ভেঙে সরাচ্ছেন। কারও হাতে পুরনো খাট, কারও মাথায় টিন, কারও কোলের শিশুটি ভয়ে কাঁদছে। এক নারী কাঁপা গলায় বলেন—“এই ঘরটা বিয়ের সময় বানাইছিলাম, আজ নদী নিয়া যাইতেছে।”

প্রশাসনের দাবি, বাজেট সংকটের কারণে বড় পরিসরে কাজ সম্ভব নয়, তবে চলমান তীর রক্ষা প্রকল্প চালু আছে। কিন্তু নদীপাড়ের মানুষের একটাই আর্তি—“দ্রুত স্থায়ী তীর রক্ষা প্রকল্প বাস্তবায়ন হোক, না হলে আমরা আর কোথায় যাব?”

দুধকুমার নদীর ভাঙন কেবল মাটি কেটে নেয় না, কেড়ে নেয় শৈশবের উঠান, স্মৃতিবিজড়িত গাছ, আর প্রিয়জনের স্মৃতি। প্রতিটি ভাঙন মানে একটি পরিবারের জীবনের নতুন করে শুরু করার লড়াই।

ছবি: দুধকুমার নদীর পাড়, নাগেশ্বরী, কুড়িগ্রাম।
তারিখ: ১৩ আগস্ট ২০২৫।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ