প্রতিনিধি 23 April 2025 , 4:18:08 প্রিন্ট সংস্করণ
সফিকুল ইসলাম
শিশু সুরক্ষা ও সহিংসতা প্রতিরোধ এবং বাল্যবিবাহ মোকাবেলার জন্য বিশেষ ভাবে তৈরি সামাজিক যোগাযোগ কৌশল সম্পর্কে ধর্মীয় নেতাদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ চলমান রয়েছে। ২২ এপ্রিল থেকে ২৪ এপ্রিল মোট ৩ দিন ব্যাপী নাগেশ্বরী পৌরসভা হলরুমে ইউনিসেফ এর অর্থায়নে এসএসবিসি প্রকল্পের আয়োজনে এ প্রশিক্ষণ ব্যবস্থা করা হয়।
শিশু সুরক্ষা ও সহিংসতা প্রতিরোধ এবং বাল্যবিবাহ মোকাবেলার জন্য বিশেষ ভাবে তৈরি সামাজিক যোগাযোগ কৌশল সম্পর্কে ধর্মীয় নেতাদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নাগেশ্বরী পৌরসভার নির্বাহী কর্মকর্তা মাজাহারুল ইসলাম।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ফকির পাড়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা ফারুকুজ্জামান সিরাজ, কচাকাটা হেলাইবাড়ী জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা এনামুল আহসান, রায়গঞ্জ মধ্য রাঙ্গালীর বস শাহি জামে মসজিদের খতিব মাওলানা মোঃ মঈন উদ্দিন, রায়গঞ্জ রহমাতুল্যাহ্ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ সোহেল রানা সহ আরো অনেকে।
আরো বক্তব্য রাখেন- এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস্ উজ্জল শিকদার, কমিউনিটি ফেসিলেটেটর আনোয়ার হোসেন, সানজিদা সিদ্দিকী। অনুষ্ঠানে নাগেশ্বরী উপজেলা ১৫টি ইউনিয়ন ও পৌরসভার ২০ জন ইমাম অংশগ্রহণ করেছেন।