মোঃ সফিকুল ইসলাম
নাগেশ্বরী উপজেলার ব্যবসায়ী সোহাগ হত্যার বিচার দাবিতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ১২ জুলাই সকালে নাগেশ্বরী উপজেলা সদরের মিডফোর্ড হাসপাতাল সংলগ্ন এলাকায় এ কর্মসূচি পালিত হয়। চাঁদাবাজ সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত ব্যবসায়ী সোহাগের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে হাসপাতাল গেট সংলগ্ন এলাকায় এক প্রতিবাদ সমাবেশে মিলিত হন বিক্ষোভকারীরা। এতে নাগেশ্বরী উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষ, ব্যবসায়ী, সমাজকর্মী, শিক্ষার্থীসহ বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, "ব্যবসায়ী সোহাগকে যেভাবে হত্যা করা হয়েছে তা শুধু নৃশংস নয়, সমাজে ক্রমবর্ধমান চাঁদাবাজি ও সন্ত্রাসের একটি ভয়াবহ দৃষ্টান্ত। আমরা দ্রুত বিচার চাই, সোহাগ হত্যার বিচার না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।"
এ সময় বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "যদি দ্রুত গ্রেপ্তার ও বিচার প্রক্রিয়া শুরু না হয়, তাহলে নাগেশ্বরীবাসী রাজপথে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।"
উল্লেখ্য, সোহাগ নামের এই যুবক স্থানীয়ভাবে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন। সম্প্রতি একদল চাঁদাবাজ সন্ত্রাসীর হাতে নির্মমভাবে প্রাণ হারান তিনি।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।