অন্যান্য

নাগেশ্বরীতে সড়ক দুর্ঘটনায় একজন আহত

  প্রতিনিধি 21 July 2025 , 4:14:13 প্রিন্ট সংস্করণ

স্টাফ রিপোর্টারঃ

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোঃ হায়দার আলী (৪৫) নামের এক ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন।

রবিবার (২১ জুলাই) দুপুরে নাগেশ্বরী মডেল মসজিদের পাশে, আরডিআরএস কার্যালয়ের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ একটি দ্রুতগতির যানবাহনের ধাক্কায় হায়দার আলী ছিটকে পড়ে যান এবং ঘটনাস্থলেই তাঁর একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

আহত হায়দার আলীর বাড়ি ভূরুঙ্গামারী পাইলট উচ্চ বিদ্যালয়ের পাশে। দুর্ঘটনার পরপরই তাঁকে গুরুতর অবস্থায় নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় অবস্থায় উন্নত উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ