প্রতিনিধি 3 August 2025 , 2:43:16 প্রিন্ট সংস্করণ
মোঃ সফিকুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদকবিরোধী অভিযানে ২৫ পিস ইয়াবাসহ মো. সাইফুল ইসলাম (২৮) নামে এক মাদক কারবারিকে হাতেনাতে আটক করেছে জেলা পুলিশ।
০২ আগস্ট ২০২৫, শুক্রবার বিকেল আনুমানিক ৫টা ৩০ মিনিটে নাগেশ্বরী থানার অধীনস্থ ভিতরবন্দ ইউনিয়নের দেবীপুর পন্ডিতপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস দল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও ওসি ডিবি মো. বজলার রহমান জানান, “আমাদের চৌকস দল ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাগেশ্বরী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।”