কুড়িগ্রামের নাগেশ্বরী থানা পুলিশ ৪ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোকছেদুল হক (৩৫)। তার বাড়ি নাগেশ্বরী থানাধীন চান্দেরহাট মাস্টারটারী এলাকায়।
সোমবার (১৮ আগস্ট, ২০২৫) বিকেলে নাগেশ্বরী থানাধীন পশ্চিম রায়গঞ্জ বালাবাড়ী ঈদগাহ মাঠ এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। তিনি আরও জানান, কুড়িগ্রাম জেলাকে মাদকমুক্ত করতে পুলিশের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।