অন্যান্য

নাগেশ্বরীর কচাকাটায় ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

  প্রতিনিধি 11 September 2025 , 7:16:13 প্রিন্ট সংস্করণ

মোঃ সফিকুল ইসলাম 

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার পুলিশ এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, ১০ সেপ্টেম্বর রাতে পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে কচাকাটা বাজার থেকে ২৪ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন কচাকাটা থানার কেদার ইউনিয়নের ইসলামপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে সিরাজুল ইসলাম পাইন্যাহ (৩৮) ও টেপারকুটি গ্রামের মৃত আলিমুদ্দিনের ছেলে সুজাব আলী (৪২)।

কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ লুৎফর রহমান জানান গ্রেপ্তার মাদক কারবারিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ