সারাদেশ

নাগেশ্বরীর নদীতে গোসল করতে নেমে হাফেজ শিক্ষার্থী নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে।

  প্রতিনিধি 6 April 2025 , 2:39:20 প্রিন্ট সংস্করণ

মোঃ সফিকুল ইসলাম মাদারগঞ্জ কচাকাটা

কুড়িগ্রাম নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের বড়মানি আদর্শ বাজার এলাকার পাশ দিয়ে প্রবাহিত দুধকুমার নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছে এক হাফেজ শিক্ষার্থী। রোববার (৬ এপ্রিল ২০২৫) দুপুর আনুমানিক ২টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

 

নিখোঁজ শিশুর নাম হাফেজ মোঃ সাজিম সরকার (১২)। তিনি মোঃ মতিয়ার রহমান মতি-এর ছেলে এবং আল জামিয়াতুল ইসলামীয়া এমদাদুল উলুম কওমী মাদ্রাসার ছাত্র। সদ্য হেফজ সম্পন্ন করা সাজিম বর্তমানে ওই মাদ্রাসাতেই নিয়মিত কুরআনের তাকরার (শুনানি) দিচ্ছিলেন।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চারজন শিক্ষার্থী নদীর ধারে ঘুরতে গিয়ে দুইজন পানিতে নামে। তাদের মধ্যে সাজিম হঠাৎ নদীর প্রবল স্রোতে তলিয়ে যায় এবং নিখোঁজ হয়ে পড়ে। সঙ্গে থাকা বন্ধুরা চিৎকার করলে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কার্যক্রম শুরু করে, কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি।

 

খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বিকেল পর্যন্ত অভিযান চালায়। তবে সন্ধ্যা পর্যন্ত শিশুটির কোনো সন্ধান মেলেনি।

 

নদীর তীরে জড়ো হয়েছে শত শত মানুষ। নিখোঁজ শিক্ষার্থীর পরিবার ও সহপাঠীদের আহাজারিতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

 

ফায়ার সার্ভিস জানায়, নিখোঁজ হাফেজ শিশুকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

 

সাজিমের পরিবার ও মাদ্রাসার পক্ষ থেকে সবাইকে তার নিরাপদ ফিরে আসার জন্য দোয়ার অনুরোধ জানানো হয়েছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ