মোঃ ইসমাইল হোসেন নাচোল প্রতিনিধি
ইউ এন ওর স্বাক্ষর জাল করে ট্রেড লাইসেন্স বাণিজ্যের অভিযোগ উঠেছে নাচোল পৌরসভার লাইসেন্স পরিদর্শক আহসান হাবীবের বিরুদ্ধে।
তবে ইউ এন ও বিষয়টি জানার পরও কোনো ব্যবস্থা নেননি।
জানা যায়, শেখ হাসিনা পলায়নের পর নাচোল পৌরসভার প্রশাসকের দায়িত্ব পালন করছেন ইউ এন ও।
কিন্তু পৌর প্রশাসকের স্বাক্ষর জাল করে
রীতিমতো ট্রেড লাইসেন্স বাণিজ্য করছেন পৌরসভার
লাইসেন্স পরিদর্শক আহসান হাবীব।
গত ১০ আগষ্ট
পৌরসভার পিপড়া ডাঙ্গার নাগরিক ইকবাল শফিক (মাহির ফার্মেসি)কে একটি ট্রেড লাইসেন্স প্রদান করেন লাইসেন্স পরিদর্শক আহসান হাবীব।
সেই ট্রেড লাইসেন্সের কপিতে
পৌরসভার লাইসেন্স পরিদর্শক আহসান হাবীবের, পৌর সচিব খায়রুল হক এবং প্রশাসক হিসাবে ইউ এন ওর স্বাক্ষর রয়েছে।
একই তারিখে স্বাক্ষরিত মিলন অটো রাইস মিলের
ট্রেড লাইসেন্সও একই স্বাক্ষর রয়েছে।
কিন্তু ট্রেড লাইসেন্সের কপিতে পৌর প্রশাসক হিসাবে ইউ এন ও কামাল হোসেনের যে স্বাক্ষর ব্যবহার করা হয়েছে সেটি প্রকৃতপক্ষে ইউ এন ওর স্বাক্ষর নয় বলে নিশ্চিত হওয়া গেছে।
অভিযোগ রয়েছে, পৌর আ.লীগের সভাপতি ও সাবেক মেয়র আব্দুর রশিদ খানের
ঘনিষ্ঠ সহচর ছিলেন লাইসেন্স পরিদর্শক আহসান হাবীব। আ.লীগের আমলে তিনি সরকারি খাতে ট্রেড লাইসেন্সের টাকা জমা না করে নিজের পকেট ভরতেন।
জাল স্বাক্ষর করে নাগরিকদের কাছে থেকে ট্রেড লাইসেন্স ফিও নিচ্ছেন অতিরিক্ত।
সঠিক জানতে চাইলে এ বিষয়ে
পৌরসভার লাইসেন্স পরিদর্শক আহসান হাবীব বলেন,
ইউ এন ওর স্বাক্ষর যে কোনো কর্মকর্তা করতে পারবে।